নাকাশিপাড়া: আবার চন্দ্রবোড়া সাপ ধরা পড়ল চিচুড়িয়াতে উদ্ধার করলো দীপঙ্কর
চিচুড়িয়া ঢাকাপাড়া জনমঙ্গল ক্লাবের কাছে অমল সাহার বাড়িতে একটি চন্দ্রবোড়া সাপ দেখা যায়। খবর দেন বেথুরীয়াডহরী বনদপ্তরে। বনদপ্তরের রেস্কুয়ার দীপঙ্কর চক্রবর্তী সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।