কমলপুর: সালেমায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন
আজ দুপুরে ধলাই জেলার সালেমা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সালেমা কমিউনিটি সার্ভিস সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি ভবনের স্থানান্তর, অপরাধিতা মঞ্চের উদ্বোধন এবং অন্যান্য সামাজিক সেবামূলক কার্যক্রম। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষজন সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়।