স্বরূপনগর: বালতি হাই স্কুল চত্বরে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো,উপস্থিত বিধায়কসহ অন্যরা
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ১৮ ই অক্টোবর বিকাল পাঁচটা নাগাদ তৃণমূল কংগ্রেসের স্বরূপনগর সাংগঠনিক দক্ষিন ব্লকের ব্যবস্থাপনায় বালতি হাই স্কুল চত্বরের সোনাই মঞ্চে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় | উপস্থিত ছিলেন বিধায়ক বীনা মন্ডল ,দক্ষিণ সাংগঠনিক ব্লকের ব্লক সভাপতি রমেন সরদার, অঞ্চল সভাপতি শেখ ইলিয়াস থেকে শুরু করে একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা |উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস |এই বিজয়া সম্মেলনী মঞ্চে স্থানীয় এলাকার বাম শিবির থেকে ৩০ জ