ব্যারাকপুর ২: টিটাগড় মিলনগড় এলাকায় ঘর থেকে উদ্ধার ব্যক্তির পচা গলা মৃতদেহ
টিটাগড় পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিলনগড় এলাকার একটি ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার প্রকাশ সেন নামের এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকতেন পেশায় নিরাপত্তা কর্মী প্রকাশ সেন গত তিন চারদিন আগে তাকে ফ্ল্যাটের বাইরে শেষবারের জন্য দেখা যায় শুক্রবার রাত থেকে দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে ঘটনার খবর দেয়া হয় পরিবারের সদস্যদের তারা এসে দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখেন খাটের উপর রয়েছে প্রকাশ সেনের মৃতদেহ ঘটনার খবর দেওয়া হয