আউশগ্রাম ১: পিচকুড়ি এলাকায় সাবমার্সিবেলের তার চুরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ, উদ্ধার চুরি যাওয়া তার
পিচকুড়ি এলাকায় সাবমার্সিবেলের তার চুরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিঠু বাউড়ি ও ঘটু বাউড়ি। তারমধ্যে মিঠুর বাড়ি মানকর ক্যানেল পাড় এলাকায় এবং মানকর বিশ্বাস পাড়ার বাসিন্দা ঘটু বাউড়ি। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতদেরকে বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক মিঠু বাউড়িকে তিনদিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আর ঘটু বাউড়িকে ফের ২৭শে অক্টোবর আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।