গোপীবল্লভপুর ২: এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে দলীয় কর্মীদের নিয়ে নোটা অঞ্চলে বৈঠক করলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্ম্মু
এসআইআর প্রকৃয়ায় ভোটারদের এন্যুমারেশন ফর্ম ফিলাপের কাজকর্ম খতিয়ে দেখতে দলের কর্মীদের নিয়ে গোপীবল্লভপুর ২ ব্লকের নোটা অঞ্চলে বৈঠক করলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। বুধবার দলের বিএলএ ২ এবং পিইআরএস কর্মীদের নিয়ে বৈঠকে বসেন বিধায়ক। খোঁজখবর নেন এলাকায় এসআইআর এর কাজকর্মের বিষয়ে। দলের কর্মীদের নির্দেশ দেন প্রয়োজনে ভোটারদের ফর্ম ফিলাপে সবরকমের সহায়তা করতে হবে।উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র