নাকাশিপাড়া: চিচুড়িয়া ৰাখানডাঙ্গা সমাজ কল্যাণ সংঘের রক্ত দান শিবিরে রক্ত দান করলেন বিডিও, উপস্থিত বিধায়ক
কালী পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করে চিচুড়িয়া ৰাখানডাঙ্গা সমাজ কল্যাণ সংঘ।উপস্থিত ছিলেন নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, নদিয়া জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সিরাজ শেখ, নাকাশি পাড়ার বিডিও স্নেহাশীষ দত্ত এবং নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কনিষ্ক চ্যাটার্জি মহাশয়। এছাড়াও নদিয়া জেলা পরিষদের সদস্য লীলুফার হোসেন ও সদস্যা শীলা পাল, নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতি শিশু নারী জনকল্যাণ ও ত্রান কর্মাধ্যক্ষ উম্মে মাইমুনা মিতু