গোপীবল্লভপুর ২: রান্টুয়া নেতাজী সংঘের ৩১তম বর্ষের বাংলা বর্ণমালার থিমের মন্ডপ ও প্রতিমা দেখতে ভীড় জমিয়েছেন এলাকার মানুষজন
গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের রান্টুয়া নেতাজি সংঘের কালী পূজোর মন্ডপ দেখতে ভিড় জমালেন প্রচুর মানুষ। বুধবার সন্ধ্যায় স্থানীয় বেশ কয়েকটি গ্রামের মানুষ মন্ডপ দেখতে ভিড় জমিয়েছেন। জানা গিয়েছে,রান্টুয়া নেতাজি সংঘের কালী পূজো এবছর ৩১ তম বর্ষে পদার্পণ করল। এবছর মন্ডপের থিম তুলে ধরা হয়েছে বাংলা বর্ণমালার সজ্জায়।পুজো উপলক্ষে সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।