কমলপুর: মানিকভান্ডার ফ্রেন্ডস ক্লাব'র পুজো ভাবনা 'শৈশব স্বপ্নের সন্ধানে', বাজেট ২৫ লক্ষ টাকা
আমরা সকলেই স্বপ্ন দেখতে ভালোবাসি। যদি সেই স্বপ্ন সুখের হয়। সুন্দর স্বপ্ন সর্বদা মন ভালো করে দেয়। মনে হয় জীবনটা যদি শৈশবের দেখা স্বপ্নের মতো হত? তাই মানিকভান্ডার ফ্রেন্ডস ক্লাব 'র এবারের পুজো ভাবনা শৈশব স্বপ্নের সন্ধানে। মৃন্ময়ী মা এবার পূজিত হবেন বিস্বজনীন মাতৃরূপে। হরচন্দ্র দ্বাদশ বিদ্যালয়ের মাঠে পুজোর পাশাপাশি থাকছে প্রত্যেকদিন আনন্দমেলা। এবারের পূজোর বাজেট ২৫ লক্ষ টাকা।