মুরারই ১: খবরের জেরে শুরু হলো ড্রেন সংস্কারের কাজ স্কুলে ও পোস্ট অফিসের সামনে
খবরের জেরে শুরু হলো ড্রেন সংস্কারের কাজ। আজ 13 জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে রাজগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হল ড্রেন সংস্কারের কাজ। খুশি স্থানীয়রা। মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম পূর্ব পাড় সবজি বাজার থেকে রাজগ্রাম মহামায়া হাই স্কুল ও পোস্ট অফিস যাওয়ার রাস্তার উপর ড্রেনের জল জমে থাকায় যাতায়াতের সমস্যায় পড়ে স্থানীয়রা। সেই খবর তুলে ধরা হয় গত 12 ই ডিসেম্বর পাবলিক অ্যাপ এর ক্যামেরায়। এরপরই নড়েচড়ে বসে পঞ্চায়েত। আজ থেকে শু