ব্যারাকপুর ২: ব্যারাকপুর শিল্পাঞ্চলে মহাসমালয়ে পালিত হলো শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো
ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বড় ছোট কারখানায় আয়োজিত হল শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো মহা সমারহে। এরমধ্যে ফরদহ ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড, জুটমিল সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থায় শিল্পের দেবতাকে পূজিত করা হয় সংস্থার কর্মীদের পক্ষ থেকে।