ভাতার: চোলায় মদের বিরুদ্ধে বড়সড়ো সফলতা ভাতার থানার পুলিশের, রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে কুড়ি লিটার মদসহ গ্রেপ্তার এক
চোলায় মদের বিরুদ্ধে বড়সড়ো সফলতা ভাতার থানার পুলিশের, রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে কুড়ি লিটার মদসহ গ্রেপ্তার এক, শনিবার বারোটার সময় তাকে পাঠানো হলো আদালতে। গতকাল রাতে ভাতার থানার বিভিন্ন গ্রামে চোলায় মদের বিরুদ্ধে অভিযান চালালো ভাতার থানার পুলিশ। ভাতারের রামচন্দ্রপুর গ্রাম থেকে কুড়ি লিটার মদ সহ গ্রেপ্তার এক চোলায় কারবারি। তার নাম পরেশ হাজরা। শুক্রবার তাকে পাঠানো হলো বর্ধমান আদালতে।