হুড়া: জামবাদ শিশু শিক্ষাকেন্দ্রে বসছে নেশা ও জুয়ার আসর, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকায়
Hura, Purulia | Nov 26, 2025 হুড়া ব্লকের জামবাদ শিশু শিক্ষাকেন্দ্রে বসছে নেশা ও জুয়ার আসর, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকায়।জামবাদ শিশু শিক্ষা কেন্দ্রে উপর দুটা শ্রেণী কক্ষে বসছে নেশা ও জুয়ার আসর, দুস্কৃতিরা ভেঙ্গে দিচ্ছে দরজা জানালা,চুরি করে নিয়ে যাচ্ছে ফ্যান। বাধ্য হয়ে নিচের দুটি শ্রেণী কক্ষে ৬৩ জন ছাত্রছাত্রীকে নিয়ে চলছে পঠনপাঠন। প্রশাসনকে জানানো সত্ত্বেও সুরাহা হয়নি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।বুধবার বিকাল চারটার সময় এই বিষয়ে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ও স্থানীয় লধুড়কা গ্র