হুড়া: হুকিং এর বিরুদ্ধে অভিযানে নেমে সাহারজুড়ি ও চিতরা গ্রামের ২ ব্যক্তির নামে বিদ্যুৎ চুরির মামলা হুড়া থানায়
Hura, Purulia | Dec 4, 2025 অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ চুরির মামলা দায়ের হুড়া থানায়। হুকিং এর বিরুদ্ধে অভিযানে নেমে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ হুড়া থানার অন্তর্গত সাহারজুড়ি গ্রামের বাসিন্দা কাঁদন মণ্ডলের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ লক্ষ্য করেন। এদিনই রাত্রী সাড়ে ৮ টা নাগাদ হুড়া থানার চিতরা এলাকাতেও অভিযান চালান বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। চিতরা গ্রামের বাসিন্দা সাকুর আনসারির বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ লক্ষ্য করেন তাঁরা। হুড়া CCC 'র স্টেশন ম্যানে