১৫ বছরে তৃণমুল কংগ্রেস রাজ্যের জনসাধারণের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার প্রচার চলছে রাজ্য জুড়ে। উন্নয়নের পাঁচালি নামে এই কর্মসূচিতে পুরুলিয়া জেলা জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। রবিবার রঘুনাথপুর বিধানসভার সাঁতুড়ি ব্লকে উন্নয়নের পাঁচালি কর্মসুচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সাঁতুড়ির বালিতোড়া অঞ্চলে মহিলাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তৃণমুল কংগ্রেস এর পক্ষ থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য কি কি প্রকল্প আনা হয়েছে তুলে ধরেন নেতৃত্ববৃন্দরা।