কাশিপুর মন্ডল ৩ বিজেপির উদ্যোগে বিষহরিতলা মোড়ে অনুষ্ঠিত হলো পরিবর্তন সভা।বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার সময় সভায় উপস্থিত ছিলেন জেলার বিজেপির সাধারন সম্পাদক সদানন্দ বাউরী, জেলার বিজেপির সহ - সভানেত্রী গৌরী সিং সর্দার, জেলা সম্পাদক দীনবন্ধু চক্রবর্তী, হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ সিং সর্দার, কাশিপুর মন্ডল তিনের সভাপতি কৃষ্ণপদ হালদার, কাশিপুর ব্লক কো কনভেনার প্রকাশ মাহাতো , মনিহারা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মলয় মিশ্র, কাশিপুর মন্ডল তিনের