আউশগ্রাম ১: ছট পুজোর আগে গুসকরার শিব বাগান এলাকায় কুনুর নদীর স্নান ঘাটটি পরিদর্শন করলেন গুসকরা শহর তৃণমূলের সভাপতি মল্লিকা চোঙদার
ছট পুজোর আগে মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ গুসকরার শিব বাগান এলাকায় কুনুর নদীর স্নান ঘাটটি পরিদর্শন করলেন গুসকরা শহর তৃণমূলের সভাপতি মল্লিকা চোঙদার। সঙ্গে ছিলেন শহর যুব তৃণমূলের সহসভাপতি ইজাজ হোসেন, INTTUC সভাপতি তুষার কান্তি চক্রবর্তী সহ অনান্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ৩, ১২,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড এলাকায় হিন্দিভাষী মানুষের বসবাস রয়েছে।