নাকাশিপাড়া: বীরপুর ঘাটের রাস্তা নিয়ে সমস্যা এলাকাবাসীর রাস্তা অবরোধ পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়ে সমস্যা সমাধান
ঘটনাটি ঘটেছে নাকাশী পাড়ার বীরপুরে। ঘাটে যাবার রাস্তাটি ইট ও সুড়কি ফেলায় সেখানে বর্ষার জল জমে রাস্তায় কাঁদার সৃষ্টি হয় । এ নিয়ে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। এরপর খবর যায় নাকাশিপাড়া পুলিশে। নাকাশিপাড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েএলাকাবাসীদের বুঝিয়ে সেই বিক্ষোভ তুলে দেন ।