এগরা ১: বন্যা প্লাবিত এগরা সাহাড়া অঞ্চলে ত্রাণ বিতরণ উই কেয়ার ফাউন্ডেশনের
উই কেয়ার ফাউন্ডেশনের কাছে গত সপ্তাহে খবর আসে এগরা ১ নং ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েত ওড়িশা র সুবর্ন রেখা নদীর জলে প্লাবিত । জলমগ্ন অবস্থায় প্রায় এক মাস গ্রামবাসী রা ঘরবন্দী অবস্থায় রয়েছে। গ্রামবাসী রা কোন প্রকার আশানুরূপ সাহায্য সরকার থেকে পায় নি। বিডিও থেকে বিধায়ক সবাই বিষয় টি জানলেও বিষয়টি প্রায় এড়িয়ে গেছেন।