উদয়পুর: উদয়পুর জেলা কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুই দফা দাবি আদায়ের লক্ষে ডেপুটেশনের মহকুমা শাসকের নিকট
Udaipur, Gomati | Sep 16, 2025 ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আন্দোলন সূচির অঙ্গ হিসেবে আজ উদয়পুর জেলা কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুই দফা দাবিতে উদয়পুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন সংগঠিত করা হয়। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য কমিটির সহ সভাপতি প্রল্লাদ ঘোষ, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক উওম পাল, ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক প্রশান্ত সিনহা, মাইনোরোটি কংগ্রেস নেতা রোশন মিয়া।