ভাতার: শ্মশানকালী থেকে বড়মা, ৭০০ বছরের ইতিহাস ভাতারের বড়বেলুন গ্রামে,বড় মায়ের পুজোর প্রস্তুতি চলছে জোড় কদমে
শ্মশানকালী থেকে বড়মা, ৭০০ বছরের ইতিহাস ভাতারের বড়বেলুন গ্রামে ।বড় মায়ের পুজোর প্রস্তুতি চলছে জোড় কদমে। আর সেই ইতিহাসের কথা জানালেন এক ভক্ত শনিবার বারোটার সময়। সে প্রায় ৭০০ বছর আগের ঘটনা । গ্ৰামের নির্জন শ্মশানে নিজের হাতেই দেবী মূর্তি তৈরী করে পুজো করতেন সাধক ভৃগুরাম । সকাল থেকে উপবাস রেখে মূর্তি তৈরি করে দিনভর পুজো করে দিনের শেষে প্রতিমা বিসর্জনের পর তবে উপবাস ভঙ্গ করতেন । দিনের পর দিন সেই শ্মশানেই ছিল তাঁর সাধন ক্ষেত্র ।