নাকাশিপাড়া: বেথুয়াডহরি মাঠপাড়া পুকুর ঘাটে প্রতিমা নিরঞ্জন হল পুলিশি পাহারায় বিসর্জন নিয়ে ক্ষোভ পূজা কমিটির
এবছর বেথুয়াডহরি পশ্চিম জগদানন্দপুর মাঠপাড়া আদি কালীমন্দিরের সামনে পুকুরে প্রশাসনের তরফ থেকে ঘাট বাঁধিয়ে দেওয়া হয়। কিন্তু রাত্রে অনেক প্রতি মাস এখানে বিসর্জনে দীর্ঘক্ষণ দেরি হয় প্রতিমা বিসর্জন দিতে। অবশেষে ক্রেন দিয়ে প্রতিমা নামিয়ে ঘাটে বিসর্জন দিতে হয় ।বেশ কিছু প্রতিমা বিসর্জন দেওয়ার সময় ঘাট থেকে ভেঙে যায় । অদক্ষ শ্রমিক থাকায় সঠিকভাবে বিসর্জন হচ্ছে না।এই দেখে অনেক পূজা কমিটি তাদের ক্ষোভ দেখালেন।