হুড়া: মোবাইলে আসক্ত যুব সমাজকে মাঠমুখি করতে রখেড়া বিশপুরিয়া অঞ্চল তৃনমুল কংগ্রেসের উদ্যোগে ২ দিন ব্যাপী ফুটবল খেলার আয়োজন
Hura, Purulia | Nov 11, 2025 মোবাইলে আসক্ত যুব সমাজকে মাঠমুখি করতে দুইদিন ব্যাপি ফুটবল খেলার আয়োজন হুড়ায়।হুড়া থানার রখেড়া বিশপুরিয়া অঞ্চল তৃনমুল কংগ্রেসের উদ্যোগে পড়ামহুদা ফুটবল মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত মহয়।খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।মঙ্গলবার খেলার উদ্বোধন করেন রখেড়া বিশপুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মালা রানী বাউরী।মঙ্গলবার প্রথম দিনের খেলায় ৮ টি দল অংশগ্রহণ করে।এইদিন বিকাল সাড়ে পাঁচটার টার সময় খেলা দেখতে উপস্থিত হন হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ মাহাত। খেলা দেখতে দর্শকদ