কাশীপুর: দল মজবুথ করার লক্ষ্যে কাশীপুর ২ মন্ডলের লায়েডিতে বিজেপির সাংগঠনিক বৈঠক
দল মজবুথ করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় কাশীপুর 2 মণ্ডলের লায়েকডিতে বুথ মজবুত করার লক্ষ্যে মন্ডলের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক হুয় এবং আগামী দিনের কর্মসূচী সম্পর্কে আলোচনা করা হয়।উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি ফাল্গুনি চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব।