নাকাশিপাড়া: নাকাশিপাড়া থানায় কালী পুজোয় কি কি আয়োজন সে প্রসঙ্গে বক্তব্য রাখলেন আইসি
দীপাবলি ও শ্যামা পূজো নাকাশিপাড়া থানায় বস্ত্রদান অনুষ্ঠান দিয়ে শুরু হয় । এলাকায় আর্থিকভাবে দুস্থ মানুষদের ৭০০ মহিলা ও ২০০ পুরুষের মধ্য নতুন বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়। আজ। এ উপলক্ষে থানায় আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ফুচকা কফি আর শিশুদের জন্য বেলুন ও চকলেট রাখা হয়েছে। স্বাগত দর্শনার্থীদের জন্য ১২ দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি মহা ভোগ বিতরণ করা হয়।। এই পুজো প্রসঙ্গে কি বললেন নাকাশীপাড়া থানার আইসি তার মুখ থেকে শুনে নিন