ভাতার: ভাতারের পালার বাপুজী সংঘের লক্ষ্মী প্রতিমার নিরঞ্জন হল মহাধুমধামে
শুক্রবার ভাতারের পালার বাপুজী সংঘের লক্ষ্মী প্রতিমার নিরঞ্জন হল মহাধুমধামে নামে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। পুজো উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল পুজো কমিটি।