মেদিনীপুরের চন্দ্র কোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন ভয়ে হামলার প্রতিবাদে দেগঙ্গা ব্লকের দেগঙ্গা বাজারে প্রতিবাদ মিছিল এবং গিলে বেরিয়ে মরে টাকি রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির হাড়োয়া দু'নম্বর মন্ডল কমিটি। রবিবার বেলা চারটে নাগাদ প্রতিবাদ মিছিল শুরু হয় দেগঙ্গা বাজার থেকে। শেষ হয় দেগঙ্গা বাজারের গিলেবেরিয়া মোরে। সেখানেই টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ঘন্টাখানেক ধরে চলে অবরোধে বিক্