ব্যারাকপুর ২: যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন সেদিন বাংলায় আসবেন অমিত শাহের রাজ্য সফরকে ব্যারাকপুরে কটাক্ষ পার্থ ভৌমিক
পশ্চিমবঙ্গ সফরে এসে দুটি দুর্গাপুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাংলা সফরকে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুর পূর্ব তালবাগান সুকান্ত সরণী অধিবাসীবৃন্দের দুর্গাপূজার মন্ডপে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন যেদিন মন থেকে দেবী দুর্গাকে আরাধনা করতে পারবেন সেদিন বাংলায় আসবেন আপনারা যে নাটক করছেন সেই নাটক করবেন না। এই দিন পূর্ব তালবাগান সুকান্ত পল্লী অধিবাসীবৃন্দের আয়োজিত দুর্গাপুজোর