হুড়া: তৃণমূলের ছয়ে ছক্কা! হুড়া থানা এম এ একাডেমি মাদ্রাসা হাই স্কুলের ম্যানেজিং কমিটির ভোটে সব আসন দখন করল তৃণমূল
Hura, Purulia | Oct 19, 2025 তৃণমূলের ছয়ে ছক্কা। হুড়ায় স্কুল নির্বাচনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।রবিবার হুড়া থানা এম এ একাডেমি মাদ্রাসা হাই স্কুলে ম্যানেজিং কমিটির ভোটে ছয়টি আসনের ছয়টি আসনেই জয়ী করে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এইদিন রাত্রী সাড়ে ১০ টার সময় ভোট গননা শেষ হয়। মোট ১৪ জন প্রার্থী লড়াইয়ে ছিল। বিজেপি এখানে পার্থী দেয়নি। মোট ছটি আসনে সিপিএম এবং ৬ টি আসনে তৃণমূল এবং দুটি আসনে বিক্ষুদ্ধ তৃণমূল প্রার্থীরা লড়ায়ে ছিল।সেখানে ৬ টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রা