উদয়পুর: দুর্গ পুজোকে কেন্দ্র করে উদয়পুর ইউথ ক্লাবের চলছে গ্রাম বাংলার ঐতিহ্য নিমাই সন্ন্যাস পালা
দুর্গাপূজাকে কেন্দ্র করে ইয়থ ক্লাবে চলছে গ্রাম বাংলার ঐতিহ্য নিমাই সন্ন্যাস পালা এদিন নিমাই সন্ন্যাস পালা দেখার জন্য কয়েক শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় ইয়ুথ ক্লাবের সাংস্কৃতিক মঞ্চের সামনে।