নাকাশিপাড়া: উত্তরবঙ্গের বন্যার ত্রাণের জন্য বেথুয়াডহরিতে আর্থিক সাহায্য তোলা হলো বিজেপির মন্ডল ১এর পক্ষ থেকে
উত্তরবঙ্গের বন্যার ত্রাণের জন্য নাকাশিপাড়ার অঞ্চলের বেথুয়াডহরিতে আর্থিক সাহায্য তোলা হলো । বিজেপির মন্ডল ১এর পক্ষ থেকে বেথুয়াডহরি স্ট্যাচু মোড়ে এই আর্থিক সাহায্য তোলা হলো । উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল ১এর সভাপতি তথা বেথুয়াডহরি ১এর অঞ্চল প্রধান ,উপপ্রধান, নদিয়া উত্তর বিজেপির সদস্য , নাকাশিপাড়ার বিজেপি নেতৃত্বগন সহ অন্যান্য সদস্যবৃন্দ