মন্তেশ্বর: মন্তেশ্বরে বেপোরোয়া ডাম্পারের ধাক্কায় আহত হলেন চার বাইক আরোহী
মন্তেশ্বর কুসুমগ্রামের মাঝে শনিবার দুপুরে বেপোরোয়া ডাম্পারের ধাক্কায় আহত হলেন চার বাইক আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ,বাইক আরোহীদের দাবি একটি বেপরোয়া গতির ডাম্পার তাদের পিছনে এসে ধাক্কা মারে। এরপরেই ওই ঘটনাস্থলে দুই বাইকে থাকা চারজন আরোহী গুরুতর জখম হন।