কমলপুর: কমলপুরে রাম ঠাকুর মন্দিরে চোরেরা ভাঙল ফটো ফ্রেম, লুট ৭০ হাজার টাকা সহ সোনার হার
বৃহস্পতিবার গভীর রাতে কমলপুর শহরের রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমে চোরের দল হানা দিয়ে ঠাকুরের আসন থেকে রাম ঠাকুরের প্রতিকৃতি বের করে ঠাকুরের ফটো ফ্রেম ভে*ঙ্গে গলার স্বর্ণের হার এবং প্রণামী বাস্ক ভে*ঙ্গে নগদ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে পালায়। শুক্রবার সকালে আশ্রমের পুরোহিত এবং ভক্ত বৃন্দরা এসে দেখেন আশ্রমের প্রবেশ দ্বার সহ রান্না ঘরের আলমারি তালা ভা*ঙ্গা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশ ও আশ্রয় পরিচালন কমিটির সম্পাদক, সহ সব ভক্তবৃন্দের জানানো হয়।