হুড়া: বিজয়া সম্মেলনী অনুষ্ঠান কে সফল করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক লালপুরে,উপস্থিত MLA
Hura, Purulia | Oct 14, 2025 হুড়ায় সাংগঠনিক বৈঠক তৃণমূলের।মঙ্গলবার বার বিকাল সাড়ে পাঁচটার সময় হুড়ার লালপুর দলীয় কার্যালয়ে আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। সাংগঠনিক বৃদ্ধি ছাড়াও এইদিন বিজয়া সম্মেলনী অনুষ্ঠান নিয়েও হয় বিশেষ আলোচনা। উপস্থিত ছিলেন হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ মাহাত, সহ সভাপতি অরুণ পতি,শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাত, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কমল মাহাত সহ অন্যান্য নেতৃত্ব। আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।