পাহাড়পুরের খাদান থেকে সরকারি মদতে পাথর পাচার চলছে। এর বিনিময়ে এলাকার তৃণমূলের নেতারা ও প্রশাসনের কর্তারা কত টাকা পান? তীব্র কটাক্ষ বিজেপি নেতার মলয় মিশ্রর। তিনি বলেন, কাশিপুর ব্লকের বড়রা অঞ্চলের তৃণমূলের নেতারা খাদানের টাকায় ফুলে ফেঁপে উঠেছেন। অন্যদিকে ভেঙে পড়া রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এর প্রতিবাদ করলে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে। এদিন শুক্রবার,সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বিজেপির আয়োজিত পরিবর্তন সভায় বিজেপি নেতা মলয় মিশ্র ঠিক কী বলেছেন, শুনুন।