মন্তেশ্বর: সাতগেছিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু, দেহ পাঠানো হলো ময়না তদন্তে
মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়া মেমারি মন্তেশ্বর রোডে বুধবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ এক পথ চলতি ব্যক্তিকে পেছন দিক থেকে ধাক্কা মারে এক বাইক চালক। স্থানীয় মানুষরা তৎক্ষণা ৎ মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির তে খবর দেন।