ব্যারাকপুর ২: ব্যারাকপুরে সেনাবাহিনীর পরীক্ষা দিতে এসে জালিয়াতিল অভিযোগে ২৩ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করলো
ব্যারাকপুর পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রবিবার ভারতীয় সেনাবাহিনীর শূন্য পদে নিয়োগের জন্য একটি লিখিত পরীক্ষার আয়োজন করা হয় সেই পরীক্ষা কেন্দ্রে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষকেরা হাতেনাতে ২৩ জনকে আটক করে তাদেরকে তুলে দেওয়া হয় ব্যারাকপুর থানার পুলিশের হাতে উদ্ধার করা হয় কুড়িটি ব্লুটুথ ডিভাইস। গ্রেফতার হওয়া একুশজনের বাড়ি হরিয়ানায় এবং দুজনের বাড়ি উত্তরপ্রদেশে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।