নাকাশিপাড়া: বেথুয়াডহরি হাসপাতাল রেলগেটে মারামারি কাণ্ডে অভিযুক্ত দুজনকে ভেড়ামারা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ
ঘটনাটি ঘটেছে গত ৩০ শে সেপ্টেম্বর বেথুয়া ডহরি হাসপাতাল রেলগেট এর কাছে। সেখানেে ভেড়ামারার তিন যুবকের সাথে বচসা শেষ শুরু হয় নিশ্চিন্ত পুরেরর এক ছানা বিক্রেতা রামকৃষ্ণ ঘোষের সাথে। ভেড়ামারাতার তিনভেড়ামারা তিন যুবক দুটি মোটরসাইকেল রেলগেটে দাঁড়িয়েছিলেন সেই সময় ছানার ড্রামের সাথে ভেড়ামারা যুবকদের বাইকে ধাক্কা লাগে। এরপর বচসা শুরু হয় উভয়ের মধ্যে। এই বচসায় মারামারি হয় উভয়ের মধ্যে।