পবিত্র কুরআন মাজিদ অবমাননা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগে নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার ‘ভরতপুর-১ ব্লক জমিয়তে উলামায়ে হিন্দ’-এর পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়। অভিযোগে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিধায়ককে কুরআন মাজিদ নিয়ে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করতে দেখা গিয়েছে।