ব্যারাকপুর ২: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো আসন্ন দুর্গাপূজো উপলক্ষে সমন্বয় সভা
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সাতটি থানার ৭০ টি দুর্গাপূজা কমিটি কে নিয়ে আয়োজিত হলো সমন্বয় সভা ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে। এই দিনের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল মুরলীধর, উপনগর পাল সদর অতুল বিশ্বনাথন, উপনগর পাল বিশেষ বিভাগ জয় টুডু, উপনগর পাল মধ্য ইন্দ্র বদন ঝা, উপনগর পালট্রাফিক অম্লান কুসুম ঘোষ ,ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক।