গোঘাট ২: তৃণমূল চাকরি চুরি করেছে, বামফ্রন্টের সময় এরকমভাবে কারও চাকরি যায়নি; কামারপুকুরে বললেন আরামবাগ কেন্দ্রের CPI(M) প্রার্থী
তৃণমূলের জন্য চাকরি থেকে বরখাস্ত হলো ২৫ হাজার ৭৫৩ জন তৃণমূলের নেতারা চাকরি চুরি করছে। কামারপুকুর এলাকা থেকে প্রতিক্রিয়া দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র তিনি জানায় সিপিআইএম চাইছে বেকাররা চাকরি পাক।