গোপীবল্লভপুর ২: আগামী কাল ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান সফল করতে বেলিয়াবেড়ার কইমা গ্রামে হর প্রস্তুতি সভা উপস্থিত সভাপতি
দলের নেতা কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগামীকাল বিজয়া সম্মিলনীর আয়োজন করেছে গোপীবল্লভপুর২ নম্বর ব্লক তৃণমূল। ব্লক তৃণমূলের সেই বিজয়া সম্মিলনী সফল করতে রবিবার বিকেলে প্রস্তুতি সভা হল বেলিয়াবেড়া অঞ্চলের কইমা গ্রামে, এদিন ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কুপাল, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ বকুল খামরী,পঞ্চায়েত সমিতির সদস্য দুলাল মহাপাত্র,অঞ্চল সভাপতি বানেশ্বর মন্ডল।