নাকাশিপাড়া: হিন্দু জাগরণ মঞ্চ বেথুয়াডহরি খন্ডের আজ প্রতিবাদ ও ধিক্কার  কাকদ্বীপে মাকালী মূর্তির মুন্ডছেদের প্রতিবাদে
আজ নাকাশিপাড়া বেথুয়া ডহরি ১২ নম্বর জাতীয় সড়কের পাশে সুভাষ স্ট্যাচুর মোড়ে একটি প্রতিবাদ ও ধিক্কার পথসভা হলো।  বেথুয়াডহরি খন্ড হিন্দু জাগরণ মঞ্চ এই প্রতিবাদ পথসভা করেন। কাকদ্বীপে মাকালী মূর্তির মুন্ডছেদের প্রতিবাদে এই পথসভা হয়।