গড়বেতা ১: গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর অঞ্চলের শিমুলিয়া কেটিয়া খাল পরিদর্শনে বিধায়ক
গরবেতা এক নম্বর ব্লকের তিন নম্বর অঞ্চলের শিমুলিয়া কেটিয়া খাল পরিবর্তনে গেলেন গরবেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা বিগত বর্ষাতে যাতায়াতের একটি মাধ্যম সেই ব্রিজ ধ্বসে যায় আর সেখানেই সমস্যায় পড়েছেন গ্রামের মানুষজন থেকে স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়ারা যাতায়াত করতে পারছেন না এই খালের উপর দিয়ে সেই জন্য ব্রিজের দাবি।