ভাতার: ভাতারের পাটনা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝায় ডাম্পার ঘটনায় আহত চালক ও খালাসি
ভাতারের পাটনা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝায় ডাম্পার ঘটনায় আহত চালক ও খালাসি। গাড়িটিকে ক্রেন দিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে শনিবার বারোটার সময়। একটি পাথর বোঝায় ডাম্পার মুরাতিপুর থেকে বলগোনা অভিমুখে যাচ্ছিল। সেই সময় পাটনা গ্রামের কাছে ডাম পার্টি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজরে ধাক্কা মারে এরপর রাস্তার পাশে উল্টে যায়।