স্বরূপনগর: হাকিমপুর চেকপোস্টের স্কুটির মধ্য দিয়ে ৬কেজি রুপোর গহনা উদ্ধার, গ্রেপ্তার পাচারকারী
স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। বছর ত্রিশের আব্দুল বিশ্বাস বাড়ি হাকিমপুর মাঠপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ একটি স্কুটি করে হাকিমপুর চেকপোষ্টে গেলে সেখানে ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত বাহিনী জওয়ানরা সন্দেহ হলে স্কুটির মধ্যে থেকে ছয় প্যাকেট অর্থাৎ ৬ কেজির রুপোর গহনা যার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। এগুলো বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এর সঙ্গে আন্তর্জাতিক পাচা