স্বরূপনগর: স্বরূপনগর প্রগতি সংঘের দুর্গা উৎসব ৬৪ বছরে পা রাখল, প্রতিমা দর্শনের শুভ সূচনায় স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত অধিকারীক অরিন
দেখতে দেখতে শুরু হলো শারদীয়া উৎসব | তৃতীয়ার শুভ লগ্নে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার স্বরূপনগর প্রগতি সংঘের শারদীয়া উৎসবের মূল প্রবেশদ্বারে ফিতে কেটে আমজনতার জন্য দুর্গা উৎসব দর্শন করার জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন |ফিতে কাটার মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ করার পর প্রদীপ প্রজ্বলন করে মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার |