হুড়া: হুড়া উচ্চ মাধ্যমিক গার্লস স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তি উন্মোচন এবং হোস্টেলের কিচেন সেডের উদ্বোধন করলেন BDO
Hura, Purulia | Sep 23, 2025 হুড়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তি উন্মোচন এবং আবাসিক হোস্টেলের কিচেন সেডের উদ্বোধন অনুষ্ঠান হয় স্কুল চত্ত্বরে।মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানান কবিতা আবৃতি নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়।এইদিন ফিতা কেটে উদ্বোধন করেন বিডিও আরিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালী মাহাত,প্রধান শিক্ষিকা সুনন্দা দাস অন্যান্যরা।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।