স্বরূপনগর: হাকিমপুর উত্তরপাড়া এলাকায় বাংলাদেশে পাচারের আগে ১২ কিলো ৭০০,গ্রাম রুপোর গহনা সহ গ্রেফতার পাচারকারী
পুলিশ সূত্রে জানা যায় ধুত পাচারকারীর নাম রাশেদ সাহাজি তার বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরুপনগর এর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর উত্তরপাড়ায় সে ওই রুপার গহনাগুলি ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট দিয়ে একটি স্কুটির ভিতরে লুকিয়ে বাংলাদেশে প্রচার করার চেষ্টা করছিল সেই সময়ই বিএসএফের ১৪৩,নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষসীমান্তরক্ষওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোষ্টে স্কুটিটিকে দাঁড় করায় এবং তল্লাশি করে তারপরেই