খড়গপুর ১: খড়্গপুরের নতুন sdo সুরবি সিংলাকে সম্বর্ধনা জানালো প্রদীপ সরকার
নবান্নের নির্দেশে কদিন আগেই বদলি হয়েছে রাজ্যের বহু sdo, bdo, adm, dm রা। সেই নির্দেশেই অন্যত্র বদলি হয়েছিল খড়্গপুরের মহকুমা শাসকের। সেই জায়গায় খড়্গপুরে নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন সুরবি সিংলা। আজ শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ নতুন এসডিও বা মহকুমা শাসক সুরভি সিংলাকে খড়্গপুরে সম্বর্ধনা জানালো খড়্গপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা প্রাক্তন বিধায়ক ও বর্তমান মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার